
শনিবার ০৩ মে ২০২৫
মনিরুল হক, কোচবিহার: কৃষি নিয়ে গবেষণা করতে করতেই ইসরোতে সুযোগ পেলেন দিনহাটার মেয়ে ময়ূরাক্ষী চন্দ। তাঁর এই সাফল্যে ফের একবার নাম উজ্জ্বল হল দিনহাটা তথা কোচবিহারের।
কোচবিহার জেলায় প্রথম কোনও মেয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-তে কাজের সুযোগ পেলেন। এর আগে অজানা নক্ষত্রপুঞ্জের সন্ধান করে ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী কনক সাহার হাত ধরে কোচবিহারের দিনহাটার নাম উজ্জ্বল হয়েছিল। এবার সেই তালিকায় নতুন পালক জুড়লেন দিনহাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ময়ূরাক্ষী। সারা দেশে চারজনের মধ্যে ময়ূরাক্ষীকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বিজ্ঞানী হিসেবে নিযুক্ত করেছে।
এই খবর জানার পর ময়ূরাক্ষীর বাড়িতে খুশির হাওয়া। জানা গেছে, ময়ূরাক্ষী ২০১৪ সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ২০১৬ সালে দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়াদিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে মাটি বিষয়ে স্নাতকোত্তর পাশ করেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানেই গবেষণা করছেন তিনি।
এরই মাঝে চলতি বছরের জানুয়ারি মাসে ইসরোয় আবেদন করেন ময়ূরাক্ষী। লিখিত পরীক্ষায় উওীর্ণ হলে সারা দেশ থেকে বাছাই করা ২০ জনের মৌখিক পরীক্ষা হয়। ফলাফল জানানো হয় ৮ এপ্রিল। সেখানেই ময়ূরাক্ষীকে ইসরোর বিজ্ঞানী হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে।
ময়ূরাক্ষীর এই সফলতায় খুশির হওয়া দিনহাটা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চন্দ বাড়িতে। ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক। মা বুলবুল দেব একজন নার্স। তাঁদের বক্তব্য, পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন ময়ূরাক্ষী। পড়াশোনার জন্য কোন চাপ দিতে হত না। ইসরোর মত একটি প্রতিষ্ঠানে মেয়ে বিজ্ঞানী হিসেবে কাজ করবে এটা সত্যিই আনন্দের এবং গর্বের।
এবিষয়ে দিল্লি থেকে ময়ূরাক্ষী বলেন, "বর্তমানে নয়াদিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে থেকে গবেষণা করছি। এরই মাঝে এই সুযোগ বড় পাওনা। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছি। এর জন্য পরিবারের অবদান সবচেয়ে বেশি।"
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী